ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা’: হাসি-কান্নায় মুগ্ধ ঋত্বিক

news
আগস্ট ১৩, ২০২০ ৮:২৭ পূর্বাহ্ণ । ২২৯ জন
Link Copied!

বিনোদন ডেস্ক  :   জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ মুক্তির পর থেকেই প্রশংসিত হচ্ছে। সিনেমাটি দেখে দারুণ মুগ্ধ সুপারস্টার ঋত্বিক রোশনও।

শ্রীদেবীকন্যা জাহ্নবী অভিনীত সিনেমাটি ১২ আগস্ট ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়। ভারতীয় বিমানবাহিনির প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনার সংগ্রামী জীবন ও কারগিল যুদ্ধে তার অবদানকে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।

মুক্তির দিনেই সিনেমাটি দেখেছেন ঋত্বিক রোশন। এরপর তিনি টুইটারে লেখেন, ‘এইমাত্র ‘গুঞ্জন সাক্সেনা’ দেখলাম। কী চমৎকার সিনেমা! কখনো চোখ বেয়ে জল গড়িয়েছে, আবার কখনো প্রাণখুলে হাসিয়েছে। সিনেমার পুরো দলটাকেই অভিবাদন জানাই। অসাধারণ!’

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘গুঞ্জন সাক্সেনার প্রেরণামূলক সত্যিকারের গল্পটি দেখলাম। এই উচ্চাভিলাষী নারীর চরিত্রে জাহ্নবী যেভাবে অভিনয় করেছেন তা সত্যিই খুব দারুণ লেগেছে। সাক্সেনার সঙ্গে যেন অনুভূতিতে একাত্ম হয়ে গেছেন জাহ্নবী। এর সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীও মুগ্ধ করেছেন। সবাইকে অভিনন্দন। ’

এর আগে ১ আগস্ট ‘গুঞ্জন সাক্সেনা’র ট্রেলার প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন সুপারস্টার অক্ষয় কুমার, শাহরুখ খানসহ অনেকেই। এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস ছিল সবার মধ্যেই। তবে হতাশ করেননি জাহ্নবী।

You cannot copy content of this page