নিজস্ব প্রতিনিধি :
বানিয়াচং হবিগঞ্জের মোহাম্মদ সফর আলীর ছেলে দুবাই প্রবাসী মোহাম্মদ রফিকুল ইসলামের দশ বছরের উপার্জন নিয়ে সুখের পাড়ি জমিয়েছেন এক সন্তানের জননী কল্পনা আক্তার এটা কখনো রফিকুল ইসলামের কল্পনাতেও ছিল না। বিশ্বাস করে বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন স্ত্রীর ব্যাংক একাউন্টে, সেই টাকাই কাল হয়ে দাঁড়ালো তার জীবনের।
ইমোতে প্রেম করে সাজিয়েছেন নতুন সংসার, শামীম নামের এক যুবকের হাত ধরে পাঁচ বছরের একটি সন্তান রেখে পালিয়েছেন কল্পনা আক্তার। এমনটা অভিযোগ রফিকুল ইসলামের যার সত্যতা মিলেছে নিকাহনামায় ২৫-১১-২০২৪ ইং তারিখে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ প্রদান করিলে তার উপেক্ষা না করে ২৫-১১-২০২৪ ইং তারিখে তারা নিকাহনামায় নিবন্ধিত হয়।
একজন প্রবাসীর জীবনের সর্বশেষ উপার্জিত সম্পদ হারিয়ে আজ পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন । প্রবাস জীবনের কষ্টের যেন শেষ নেই কান্না জড়িত কন্ঠে মোহাম্মদ রফিকুল ইসলাম দৈনিক ভোরের পাতা পত্রিকায় প্রকাশের অনুরোধ জানিয়েছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাষ্ট্রের সকল মহলের প্রতি অনুরোধ জানিয়ে সুষ্ঠু বিচারের আশা করছেন।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page