ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার

মো: মিরাজ মোল্লা - মাদারীপুর :
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ । ২৭ জন
Link Copied!

মো: মিরাজ মোল্লা – মাদারীপুর :

মাদারীপুরের শিবচর উপজেলায় ভুট্টা ক্ষেতের ভিতর থেকে মিজান কাজী (২০) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চর কান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভিতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিজান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর সভার ফায়ার সার্ভিস সংলগ্নে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে মিজান দাম্পত্য জীবন শুরু করেছিলেন, এখনো তার হাতের মেহেদি শুকায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটো ভ্যান নিয়ে মিজান জীবিকা নির্বাহের জন্য বেরিয়ে পড়ে। এর পরে আর ঘরে ফিরেনি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের ভিতর একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের পরিবারের ধারণা, ব্যাটারি চালিত অটো ভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ফেলে গেছে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরেকটি ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছিল। তাই এই চক্রকে ধরে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের ভিতর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

You cannot copy content of this page