ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে আইনজীবীর মাকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ

সুজিত শিকদার - পিরোজপুর :
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ । ৩১ জন
Link Copied!

সুজিত শিকদার – পিরোজপুর :

পিরোজপুরের নাজিরপুরে লহ্মী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দূবৃত্তরা। উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে । নিহত লহ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী ও পিরোজপুর জেলা জজ কোর্টের আইনজীবী তাপস কুমার ভক্তের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নুর ইসলাম শেখ নামের এক ব্যাক্তি খেজুরের রস দিতে শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) সকালে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পাশ্বর্বতী বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান।

নিহতের ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) ভোরে তিনি তার মাকে হত্যার খবর পান। খবর পেয়ে ওই দিন ভোরে বাড়িতে এসে বসত ঘরের খাটের উপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। তিনি জানান, স্থানীয় একটি গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে তার মাকে হত্যা করা হতে পারে বলে তার ধারনা।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

You cannot copy content of this page