আশিকুর রহমান – খুলনা :
খুলনা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘোষণা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান আংশিক এই দুটি আহবায়ক কমিটি অনুমোদন দেন।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজকে আহবায়ক, মুন্তাসির আল মামুনকে যুগ্ম আহবায়ক এবং ইস্তিয়াক আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।
অপরদিকে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ আতাউর রহমান রনুকে আহবায়ক ও মোঃ মান্নান মিস্ত্রিকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। উলেখ্য, গত বছরের ১১ আগষ্ট মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি বিলুপ্ত করা হয়।