মোহাম্মদ আলী সানু – নীলফামারী :
নীলফামারীর ডিমলা উপজেলার ৯ নং টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের দক্ষিণে মো.মোকলেছার রহমান বাড়ি সংলগ্ন সরকারি পাকা রাস্তার পাশে রোপনকৃত গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণ ও গভীর গর্ত খননের অভিযোগ উঠেছে তাজউদ্দীন আহম্মেদ (ডাবলু) বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, এ কর্মকাণ্ডের ফলে বর্তমান ও ভবিষ্যৎ রাস্তটি চরম ঝুঁকির সম্মুখীন। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ খড়িবাড়ি পন্ডিত পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে তাজউদ্দিন আহমেদ ডাবলু সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। এ জন্য তিনি রাস্তার পাশে রোপন করা ইউক্যালিপটাস ৩-৪ টি গাছ দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কেটে ফেলে এবং স্থানীয় জনগণের চলাচলের প্রধান রাস্তাটি আংশিকভাবে দখল করেন। এতে করে সামনের বর্ষায় স্কুলগামী ছাত্রছাত্রী, বৃদ্ধ-বৃদ্ধা এবং রোগীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে।
এলাকাবাসী এই অবৈধ দখলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেন, “সরকারি সম্পত্তি দখল করে এমন অবৈধ স্থাপনা নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত এর সুষ্ঠু সমাধান চাই।”এ বিষয়ে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগ পেয়ে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ব্যক্তি বেআইনি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী আশা করছে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে জনসাধারণের চলাচলের পথ মুক্ত করে পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে। এব্যাপারে তাজউদ্দীন আহম্মেদ (ডাবলু) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে তার বাসায় পাওয়া যায়নি এবং মুঠোফোন নম্বর চাওয়া হলে বাসার লোকজন অসম্মতি জ্ঞানপন করেন।