ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে, জিএমপি কমিশনারের প্রেস ব্রিফিং।

মোঃ সাহাজুদ্দিন সরকার :
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ । ২৪ জন
Link Copied!

মোঃ সাহাজুদ্দিন সরকার :

বিশ্ব ইজতেমা ২০২৫ দ্বিতীয় পর্বের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফ করেন জিএমপি’র পুলিশ কমিশনার।

০৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা ২০২৫ দ্বিতীয় পর্ব উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সহ ইজতেমা সংশ্লিষ্ট সার্বিক বিষয়াদি সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অবহিত করেন।
উক্ত ব্রিফিং এ কমিশনার জানান বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব কে কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব সুশৃংখলভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জিএমপি কমিশনার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।