ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত

মোঃ আমিন উল্লাহ :
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ । ২০ জন
Link Copied!

মোঃ আমিন উল্লাহ :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টারদিকে উখিয়ার ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় স্যান্ডার্সের গাড়িবহর।

এসময় তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। সফরকালে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তাগণ স্যান্ডার্সের সাথে ছিলেন। দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন।

স্যান্ডার্স ৩ দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে এটি তাঁর প্রথম ঢাকা সফর বলে উল্লেখ করেন।