মাজেদুল আলম-চট্টগ্রাম :
নিরাপত্তা জোরদার করতে নগরীর খুলশী থানায় ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে এর আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল থেকে নগরীর ২ নম্বর গেইট এলাকার ভারতীয় ভিসা সেন্টার ও খুলশী থানাস্থ ভারতের সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারতের আগরতলায় ঘটে যাওয়া বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে জানান।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page