নবিজুল ইসলাম নবীন-নীলফামারী :
নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোন নিহত হয়েছে। সোমবার (২ডিসেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাইবোন ওই গ্রামের কৃষক জয়নাল আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাসিনুর রহমান (৫)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাকাবাসী জানান, বিকেলে তারা ভাই-বোন বাড়ির সামনে খেলা করছিল। এসময় বসতঘরের ভেতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তারা দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান কৃষক জয়নালের দুই সন্তান বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। এদিন বাদ এশা শিশু দুইটিকে দাফন করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page