ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাকিলের মেলা নামে চাঁদাবাজি বাণিজ্য জমজমাট চলছে তুরাগে।

মোখলেছুর রহমান - তুরাগ :
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ । ৩৬ জন
Link Copied!

মোখলেছুর রহমান – তুরাগ :

রাজধানীর তুরাগ থানাধীন ১৫ সেক্টর মেলার নামে চাদাবাজি বাণিজ্য জমজমাট চলছে সাকিল এর,রাজুউকের খালি প্লট দখল করে নিজের পর্তৃক সম্পত্তি মনে করে , নৌকা- চোর্কি- ইত্যাদি খেলনা বসিয়ে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন সাকিল গ্রুপ, সাংবাদিক,বিএনপি নেতা, পুলিশের বড় কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে মেলার নামে চাঁদাবাজি করছে কিশোর গাং সাকিল গ্রুপ অভিযোগ উঠেছে।

১৫ নং সেক্টর খেলার মাঠ খালি প্লট দখল করে খেলনা দোকান পাট ও নৌকা বসিয়ে, প্রতিদিন প্রতি দোকান থেকে ৩০০ টাকা করে চাঁদা তুলছেন সাকিল- আলামিন এবং মজিবুর রহমান, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে মেলাটি চালায়,
কল্যাণ সমিতি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে সেনাবাহিনী রাজুউক পুলিশ যৌথ অভিযান চালিয়ে মেলার দোকান ভেঙে দেয় এবং বন্ধ রাখতে বলে যায়।

কিছু দিন বন্ধ থাকার পর আবারও মেলা চালু করেন মজিবুর রহমান এবং সাকিল ও আলামিন, রাজুউকের জমি খেলার মাঠে অবৈধ বিদুৎ সংযোগ ব্যবহার করে,অনুমতি ছাড়া মেলা বাণিজ্য জমজমাট চলছে প্রশাসনের নাকের ডগায়, আলোর মাঝে অন্ধকার দেখার কেউ নেই বলছেন সুশীল সমাজ।

মেলার নামে চলছে চাঁদাবাজি ও মাদকাসক্তদের আড্ডা, সন্ধার পর মেলার আশেপাশে কিশোর গাং সাকিলের জমজমাট মাদকের আসর চলে জানা যায়।
বিনোদনের নামে চলছে চাঁদাবাজি ও জমজমাট মাদক ব্যাবসা ও তরুণ তরুণীদের অসামাজিক কর্মকাণ্ডের নমুনা।

মেলা বাণিজ্য নিয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাহাৎ খান, দৈনিক আমার প্রানের বাংলাদেশকে জানান  আমি তুরাগ থানায় যুক্ত হওয়ার পর বউবাজার বাংলাদেশ সেনাবাহিনীসহ আমরা উচ্ছেদ করে বউবাজারটি বন্ধ করে দেওয়া হয়।

নতুন করে সাকিল ও আলামিন মজিবুর রহমান জামাই বাজার গড়ে তুলে ছিলো সেই জামাই বাজার ১৪ জানুয়ারী ২০২৫ইং সাকিলের মেলা আমি নিজে সরোজমিনে গিয়ে বন্ধ করেছি, এবং একজনকে গ্রেফতার করে মামলা দিয়েছি, আবার যদি মেলা বসিয়ে চাঁদা তুলে এবং মেলা বসানোর পাঁয়তারা করে, আমাদের কাছে অভিযোগ আসলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেন তিনি।

এলাকাবাসীর দাবি সাকিল মজিবুর আলামিন এর মেলার নামে চাঁদাবাজি বাণিজ্য বন্ধ করতে হবে -মেলার আশেপাশে মাদকাসক্তদের আড্ডা বেড়েছে – কিশোর গাং দের ইভটিজিং এর ছোবলে তরুণ তরুণীরা পড়ছে, সন্ধ্যার পর চোর ছিনতাই ডাকাতদের খপ্পরে পড়তে হচ্ছে ঘুরতে আশা মানুষদের, কে ভালো কে মন্দ বোঝা যাচ্ছে না অভিযোগ ১৫ নং সেক্টর বাসীর।

পর্ব ১, ২য় পর্ব দেখার জন্য চোখ রাখুন, সরোজমিনে অনুসন্ধান চলছে।