জুলফিকার :
গাজীপুর কাশেমপুর মাদ্রাসা বাজার ও সইপাইতলী এলাকায় ৫ শ' অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বৃহস্পতিবার (২৮নভেম্বর ) দিনব্যাপী কাশেমপুর থানা আওতাধীন বাগবাড়ি মাদ্রাসা বাজার,ও সইপাইতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ব্যবস্থাপক প্রকৌশলী আবু মো. সায়েম এ সময় বলেন সংযোগ বিচ্ছিন্নর পাশাপাশি নিম্নমানের ৫শ'ত বাড়ির পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত চুলা, রাইজার সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আরো বলেন,অবৈধ তিতাস গ্যাসের অভিজান চলোমান থাকবে।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোবিঅ-আশুলিয়ার আওতাধীন তিতাস'র , আমির এ্যাড ম্যানাজার অফিসার,মান্নান এ্যাডমিন অফিসার, এবং কাসেমপুর থানার প্রশাসন উপস্থিত ছিলেন।
গ্যাস কর্তৃপক্ষ আরো জানাই এভাবে বাংলাদেশের যেকোন স্থানে অবৈধ গ্যাস সংযোগ এর সন্ধান পাওয়া যায় অভিযান চলমান থাকবে।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page