ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এনজিও টিয়া রেক্স গাড়ির ধাক্কায় ৫ জন আহত 

মোঃ আমিন উল্লাহ :
জানুয়ারি ৩১, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ । ১২ জন
Link Copied!

মোঃ আমিন উল্লাহ :

কক্সবাজার উখিয়া বালুখালী পানবাজার বিকাল ৪ টার সময় ফ্রেন্ডশিপ হসাপটালের উত্তর পাশে S D i এনজিও টিয়া রেক্স ও টমটমের মুখোমুখি হয়ে টমটম ইজিবাইকের ড্রাইভার সহ ৫ জন আহত । আহতরা হলেন থাইং খালি তাজনিমর খোলা গ্ৰামের নুরুল আবছার ২৫ পিতা মোঃ আলী ।

বালু খালী ক্যাম্প ১৯ এর সলেমা ৪ পিতা এনায়েত উল্লাহ ও সাকিলা বেগম ৪ ও হারেসা ১৬ বেগম আনোয়ারা বেগম ৪৮ এরা শরণার্থী ক্যাম্প ১৯ এর বলে জানা গেছে, এদের প্রাথমিক ভাবে ফ্রেন্ডশিপ হাসপতালে চিকিৎসা দিয়ে পরে এদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে সাহাপুরি হাইওয়ে পুলিশ এসে টমটম ইজিবাইক জব্দ করে নিয়ে যায়। এ বিষয়ে আইনআনোক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।