এস এম ফোরকান মাহমুদ :
বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নের রামনা শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধও বৃহস্পতিবার (২৮-২৯ জানুয়ারী) মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রামনা ইউনিয়নের ৫ টি স্কুল ও মাদ্রাসার থেকে বাছাই কৃত ক্রীড়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে কৃতি ক্রীড়া ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরনীর অনুষ্ঠান আয়োজন করা হয়।
রামনা শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেনের সভাপতিত্বে, পুরস্কার বিতরনী ডঅনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: রুহুল আমীন, সভাপতি, ম্যানেজিং কমিটি রামনা শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়, বিশিষ্ট শিল্পপতি – ব্যবসায়ী ও সন্মানিত সদস্য বামনা উপজেলা বিএনপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো: সালাউদ্দিন আহমেদ সাবেক সাংগঠনিক সম্পদক বামনা উপজেলা, বিএনপি, মো:আরিফুর রহমান সিমুল,সাবেক সভাপতি ছাত্রনেতা বামনা সরকারি কলেজ। তৌহিদুল ইসলাম মহারাজ যুবনেতা সদস্য বরগুনা জেলা যুবদল।
গোপখালি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল খলিলুর রহমান, খোলপটুয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর, বামনা উপজেলা ছাত্রদলের সভাপতি,নাসির জমাদ্দার।
রামনা ইউনিয়ন সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক , এস এ টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস এম ফোরকান মাহমুদ, মো: রুজু আহামেদ রাসেল, বামনা উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক। মনির হোসেন বামনা উপজেলা যুবদল।সহ্ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ওশিক্ষক বৃন্দ।