শাহাদাৎ হোসেন ইমরান :
রাজধানীর উত্তরায় বিদেশি মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টর মোড়ের গাউছুল আযম এভিনিউ সড়ক থেকে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ইমরান সানি শিকদার ওরফে কনডম সানি (৩০), মেহেদী সাদী (৩৮), মো. ওয়ারিশ (৩৬) ও আফতাবুজ্জামান মমিন (৪০)।
এ বিষয়ে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সোমবার সন্ধ্যায় বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের মোড় থেকে ১৩ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে আজ আদালতে পাঠানো হলে, কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে উত্তরায় কর্তব্যরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সানি ওরফে কনডম সানি কিশোরগ্যাং লিডার। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরায় সর্ব প্রথম কিশোরগ্যাংয়ের হাতে আদনানকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও সে ফেনসিডিল, ইয়াবা’সহ বিভিন্ন ধরণের মাদক কারবারে জড়িত। তাছাড়াও তার বিরুদ্ধে হানাহানি ও চাঁদাবাজির অভিযোগও পুরনো।