অর্জুন কুমার শীল – নোয়াখালী :
নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট বিনোদপুর রোডে বিএসসি মাস্টার বাড়ি মোড় নামক স্থানে সাইনবোর্ড বিহীন নোংরা পরিবেশে গড়ে উঠেছে ভোজ্য তেলের ফ্যাক্টরি। সরিষা এবং কেমিক্যাল এর মিশ্রণে তৈরি হচ্ছে সরিষার তেল । ড্রামের মধ্যে ভরে নিয়ে আসছে সয়াবিন তেল। এসব তেল নোংরা পরিবেশে বোতল জাত করে নিজস্ব দোকানে বিক্রি করছে এসব তেল।আমরা এসব তেল বাজার থেকে ক্রয় করে খাচ্ছি। আসলে আমরা কি খাচ্ছি? প্রায় উৎপাদন ফ্যাক্টরির বিরুদ্ধেই অভিযোগ এর কোন কোন শেষ নেই।
তেল উৎপাদন এবং সংরক্ষণে রয়েছে প্রচুর অব্যবস্থাপনা। এছাড়াও তেল রাখার ঘর যেমন পরিষ্কার তেমনি পোকামাকড়ে ভরপুর। এর মধ্যে কিছু প্রতিষ্ঠানের উপযুক্ত কোন লাইসেন্স নেই। ভোক্তা অধিকার ইচ্ছে করলে সমাধান করতে পারে কিন্তু তা করছে না। যে সকল নির্দেশনা মেনে ফ্যাক্টরি চালু রাখার কথা তার কোন কিছুই তারা মানছে না।এসকল প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই এইসব তেল উৎপাদন ও বাজারজাত করছে ফলে মানুষের স্বাস্থ্য এখন হুমকির মুখে।