ধামইরহাট (নওগাঁ) :
নওগাঁর ধামইরহাটে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের। যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকামাম মাহমুদা রিপা, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, নওগাঁ জেলা জামায়াতের আমীর ইঞ্জি. এনামুল হক, উপজেলা বিএনপি নেতা মো. হানজালা, আনারুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, শহীদ বায়েজীদের মা বেনুয়ারা, স্ত্রী রিনা আক্তার, বড় ভাই কারিমুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লা,ফয়সাল আহমেদ,রিফাতুল হাসান সৈকত প্রমুখ। সভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া প্রার্থণা করা হয়।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page