জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরের সদর থানার মাড়িয়ালী পশ্চিম পাড়ার কলাবাগানে জিএমপি মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অভিযানে ২২ (বাইশ) কেজি গাঁজা ও দুই নারীসহ চারজন মাদককারবারি গ্রেফতার করা হয়।
গাজীপুর, শনিবার (২৩ই নভেম্বর) দুপুর ১২ টায় এক প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানান, জিমপির গোয়েন্দা বিভাগ(উত্তর)এর উপ-পুলিশ কমিশনার মো: আবু তোরাব মোঃ শামসুর রহমান। তিনি জানান,শুক্রবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর সদর থানাধীন মাড়িয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দু'জন কে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞেসাবাদে ও তাদের দেওয়া তথ্য মতে জিএমপি সদর থানাধীন পাজুলিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আরো দু'জন কে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন আসামীদের আটকের পর জিজ্ঞেসাবাদে জানা যায় এসব মাদককারবারিরা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে গাঁজা ক্রয় করিয়া গাজীপুর মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন জিএমপি সদর থানাধীন মাড়িয়ালী কলাবাগান পশ্চিমপাড়ার নুরু মিয়া ও মনি বেগম,, পাজুলিয়া দক্ষিণপাড়ার রুমি বেগম ও মোঃ নাজমুল হোসেন
জিএমপি উপ-পুলিশ কমিশনার আরো বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিএমপি সদর থানার মামলা নং-৩০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(ক)/১৯ (গ)/৪১ মামলা রুজু করা হয়েছে। এবং আসামীদের আদালতে নেওয়া হবে। আদালতে আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে, আদালত রিমান্ড মঞ্জুর করলে আসামীদের জিজ্ঞেসাবাদ করলে মাদকের আরো তথ্য পাওয়া যাবে।
প্রেসবিজ্ঞপ্তির সময় আরো উপস্থিত ছিলেন জিএমপি গোয়েন্দা (উত্তর বিভাগ) এর সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা উত্তর বিভাগ ইন্সপেক্টর সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page