ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় পরীক্ষার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

দেলোয়ার হোসেন বিপ্লব :
নভেম্বর ২৩, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ । ২৪ জন
Link Copied!

দেলোয়ার হোসেন বিপ্লব :

অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়টির সভাপতি বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলে বাড়ি ফিরে যান শিক্ষার্থীরা।

বুধবার ক্লাস বর্জন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, অর্ধবার্ষিক পরীক্ষা ফি বাবদ তারা পাঁচশ’ টাকা করে পরিশোধ করেছে। চার বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সারাদেশের মতো পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরে আবারও জনপ্রতি পাঁচশ’ টাকা ফি ধার্য করা করেছে।

পরে বিদ্যালয়টির সভাপতি ইয়াসিন আরাফাত রানা ইউএনও কার্যালয়ের সামনে এসে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলে বাড়ি ফিরে যায় শিক্ষার্থীরা।

ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের বিদ্যুৎ বিল বকেয়া ৬৫ হাজার টাকা। এ জন্য পরীক্ষার ফি চারশ’ টাকার সঙ্গে বিদ্যুৎ বিল বাবদ একশ’ টাকাসহ মোট পাঁচশ টাকা ধার্য করা হয়েছে। ওই অতিরিক্ত অর্থ দিয়ে বিদ্যালয়ে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।

You cannot copy content of this page