ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দখলে থাকা রেলের জমি উদ্ধারে দ্রুত অভিযান-রেলপথ উপদেষ্টা

নবিজুল ইসলাম নবীন-নীলফামারী :
নভেম্বর ২২, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ । ২৬ জন
Link Copied!

নবিজুল ইসলাম নবীন-নীলফামারী :

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় এবং রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আমাদের বিদ্যুতের কোন সমস্যা সেই। সমস্যা রয়েছে জ্বালানীতে। গ্যাস নেই, কমে যাচ্ছে।

এজন্য সরকার নবায়ন যোগ্য শক্তি উৎপাদনে সুর্যের আলো ব্যবহারের কাজ শুরু করেছে। তিনি আজ সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সভাকক্ষে নীলফামারী, রংপুর, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে একথা বলেন।

উপদেষ্টা বলেন, রেলের সম্পদ রক্ষায় সরকার বদ্ধ পরিকর। রেলের জমি যারা দখলে রেখেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দ্রুত উদ্ধার অভিযান শুরু হবে।
রেলপথ মন্ত্রনালয়ের সচিব ফাহিমুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র মহাব্যবস্থাপক মফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন উপদেষ্টা ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে তিনি বলেন, রেলওয়ে কারখানায় জনবল বাড়ানো এবং বাজেট বৃদ্ধিতে উদ্যোগ নেয়া হয়েছে। এই কারখানাকে আধুনিকায়নও করা হবে।

You cannot copy content of this page