মো: রাসেল হাওলাদার-ইন্দুরকানি :
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসার ছাত্রী ও শতবর্ষী বৃদ্ধা আত্মহত্যা করেছে,পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে, জানা যায়, ইন্দুরকানি উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের খলিল হাওলাদারের মেয়ে বালিপাড়া চান সিরাজিয়া মহিলা মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার (১৬) গত ২০ নভেম্বর চাল সংরক্ষণের জন্য ব্যবহার করা বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
বিষয়টি স্বজনরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে লামিয়া মারা যায়, পরে স্বজনরা কৌশলে তার মৃতদেহ নিয়ে এলাকায় চলে আসে।
বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশ জানতে পেরে রাতেই ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নিহত লামিয়ার ফুফু পারভীন বেগম জানান, লামিয়াকে তার পরিবার ৪ মাস আগে ফুফাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিল, কিন্তু লামিয়ার অন্যত্র সম্পর্ক থাকায় সে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।
অপরদিকে, ৫ন; চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের হিঙ্গুল আলী আকনের ছেলে সৈয়দ আলী আঁকন (১০৪) ছেলেদের অত্যাচারে অতিষ্ট হয়ে বৃহস্পতিবার রাতে বিষপান করে আত্মহত্যা করে, এ ঘটনায় তার মেয়ে খাদিজা বেগম ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ইন্দুরকানী থানার ওসি তদন্ত,জনাব, মোঃ হিলাল উদ্দিন জানান, এক মাদ্রাসা ছাত্রী ও শতবর্ষী এক বৃদ্ধর আত্মহত্যার খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page