ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ গণমাধ্যমের গলা চেপে ধরেছিলো, বিএনপি এলে গণমাধ্যম হবে মুক্ত বিহঙ্গের মতো-আনোয়ার হোসেন খোকন

আহসান হাবিব পাটওয়ারী :
নভেম্বর ২২, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ । ২১ জন
Link Copied!

আহসান হাবিব পাটওয়ারী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই জাতি আগামী দিনের দিগন্ত খুঁজে পাবে।

দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন নি। অবৈধ সরকার আপনাদের গলা টিপে ধরেছে। কোন সংবাদ করতে বললেই তাদের কথামতো সত্যকে মিথ্যায় রূপান্তর করে প্রকাশ করতে অতীতে বাধ্য করেছে। বর্তমানে সে বাধা অতিক্রম করে আপনারা কাংখিত দেশ পাওয়ার জন্য যে বলিষ্ঠ ভূমিকা রাখা প্রয়োজন সেখানে ভূমিকা রাখতে পারছেন।

আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা নিশ্চিত থাকতে পারেন তারেক রহমানের নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা খুঁজে পাবেন। মুক্ত বিহঙ্গের মতো আপনারা আপনাদের সংবাদ পরিবেশন করবেন, যেখানে কোন বাধা থাকবে না।

আমরা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন করেছি কিন্তু আজও স্বাধীনতার স্বাদ পাইনি। সে স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আঠারো কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে জনগণ ভোট কি একথা ভুলে গেছে। আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আপনারা আগামীতে কাকে ভোট দিবেন সেটা বিবেচ্য বিষয় নয়। জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়। সে নির্বাচিত সরকার দেখার জন্য অন্তবর্তীকালিন সরকার সংস্কারের নামে যাতে সময় ক্ষেপণ না করে। সংস্কারের নামে যাতে বাংলাদেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা অন্তবর্তীকালিন সরকারকে অনুরোধ করবো অনতিবিলম্বে সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য। যাতে মানুষ জানতে পারে সংস্কারে কতটুকু সময় লাগতে পারে।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে জানিয়েছে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, কারণ এই সরকার ১৮ কোটি মানুষের আন্দোলনের ফসল। সংস্কারের নামে মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, মানুষ যাতে দিক হীন না হয়ে যায়। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততোটুক করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ সম্পন্ন করবেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আবুল বাসার, ইয়াসির আরাফাত অনিকসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি হাজীগঞ্জে প্রয়াত সংসদ সদস্য এম এ মতিন ও শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজির কবর জিয়ারত করেছেন।

You cannot copy content of this page