সোহাগ জোয়ার্দার :
২০শে নভেম্বর ২০২৪, বুধবার তিতাস গ্যাস টি এ্যান্ড ডি কোং পিএলসির সাথে অনলাইন বিল পে সেন্টার উপায়ের সাথে বিল সংক্রান্ত এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। সকাল দশটায় কাওরান বাজার, ঢাকায় তিতাস ভবনের বোর্ড রুমে উভয়ের পক্ষের মধ্যে বিল সংক্রান্ত বিষয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ এবং উপায়ের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিতাস গ্যাস এবং উপায়ের সাথে বিল সংক্রান্ত বিষয়ে চুক্তিবদ্ধ হওয়াকে ইতিবাচক দিক আখ্যায়িত করে, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি (বি- ১৯৪০) এর সভাপতি খন্দকার জুলফিকার মতিন বলেন, কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করেই হয়তো তিতাস গ্যাসের যথাযথ কর্তৃপক্ষ এ চুক্তি স্বাক্ষরিত করেছেন। কেননা এর ফলে তিতাসের কাস্টমাররা ব্যাংকে দীর্ঘ সময় দাঁড়িয়ে না থেকে ঘরে বসেই বিল পরিশোধ করতে পারবে।যার ফলে সময় এবং পরিশ্রম দুটোরই সাশ্রয় হবে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page