(বৈষম্য ও অসংগতি করায় তোপের মুখে পড়েন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম)
গোলাম সারোয়ার :
গাজীপুরের কাপাসিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুরুল আমীন এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা মনি এর সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুর রহমান, বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এম এম কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর সভাপতি মাঃ মোঃ শেফাউল হক, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক জুনায়েদ হোসেন লিয়ন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমে বৈষম্য ও অসংগতি থাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এর প্রতিবাদ করেন। হট্রগোলের এক পর্যায়ে তোপের মুখে পড়েন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুর রহমান ভুইয়া।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভুইয়া দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন, কাপাসিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার, এর মধ্যে ২ লাখ ৮৭ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে। বিতরণ কার্যক্রমে একটু ভুল বুঝাবুঝি হয়েছে বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু দৈনিক আমার প্রানের বাংলাদেশকে বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমাদেরকে দাওয়াত করে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে এনে অসৌজন্যমুলক আচরন, দুর্ব্যবহার ও তালিকা অনুযায়ী স্মার্ট কার্ড বিতরণ করেন নাই। এতে হলরুমে উপস্থিত বিএনপিসহ অন্যান্য নেতৃবৃন্দ এর প্রতিবাদ করেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রত্যাহার দাবী করেন।