স্টাফ রিপোর্টার :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় এক বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও ১১টি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকমীর্ নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে এতে অংশ গ্রহণ করেন। বিশাল এ র্যালীর নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। জানা যায়, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। বিকেল তিনটা থেকে উপজেলার বাসস্ট্যান্ড তাজউদ্দীন আহমদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকমীর্রা সমবেত হতে থাকেন। পরে চারটার সময় সকল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকমীর্রা নিজ নিজ ব্যানার ও নানা ফেস্টুন নিয়ে র্যালীতে যোগ দেন।
বিশাল এ র্যালীটি উপজেলা শহরের প্রধান সড়ক দিয়ে সাফাইশ্রী মোড় এলাকায় গিয়ে নেতাকমীর্রা এক সমাবেশে মিলিত হন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মমতাজউদ্দিন আহমেদ রেনু, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল করিম বেপারী, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম হোসেন আরজু, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এফ এম কামাল হোসেন. উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখ প্রমুখ।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page