ধামইরহাট, নওগাঁ :
নওগাঁর ধামইরহাটে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় এম এম ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা জামায়াতের নব -নির্বাচিত আমির মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ -৪(মান্দা) আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। সম্মেলনে জেলা নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দীনের পরিচালনায় ২০২৫-২৬ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা মজলিসে শূরা সদস্য ও পৌরসভা সহ ৮ টি ইউনিয়নে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মানিত রুকনবৃন্দ নির্ধারিত ব্যালটে মজলিসে শূরা সদস্য ও আমির হিসেবে অধিক যোগ্যতম ব্যক্তির নাম লিখে ভোট প্রদান করেন। তাৎক্ষণিক গণনায় সম্মেলনে প্রাথমিকভাবে ১৩ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত উপজেলা মজলিসে শূরা সদস্য এবং প্রত্যেক পৌর/ইউনিয়নের আমিরগণের নাম ঘোষিত হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরামর্শে উপজেলা আমির মাওলানা মোঃ কামরুজ্জামান শপথবাক্য পাঠ করান। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নায়েবে আমির ও নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, নায়েবে আমির মোঃ মহিউদ্দিন, জেলা সেক্রেটারি ও নওগাঁ -৫(সদর) আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী এ্যাড. আ.স.ম সায়েম , এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাসিরউদ্দিন, মাওলানা নাজমুল ইসলাম, মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক একেএম ফজলুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, ধামইরহাট উপজেলা নায়েবে আমির মাওলানা আমানউল্লাহ, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি মোঃ রেজোয়ানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।নবনির্বাচিত ধামইরহাট উপজেলা মজলিসে শূরা সদস্যঃ ১। মাওলানা আমানউল্লাহ ২। মাওলানা আব্দুল আজিজ ৩। মাওলানা আতাউর রহমান ৪। মোঃ রেজোয়ান ৫। মোঃ আব্দুস সোবহান (মাষ্টার) ৬। অধ্যাপক মোঃ ইদ্রিস আলী ৭। মোঃ ছারোয়ার আলম ৮। মাওলানা আব্দুস সামাদ-১। ৯। মাওলানা আব্দুস সামাদ-২। ১০। মোঃ রুহুল আমিন ১১। মোঃ ওসমান আলী ১২। মোঃ হাফিজুর রহমান ১৩। মোঃ মাজহারুল ইসলাম নবনির্বাচিত পৌর/ইউনিয়ন আমিরঃ ধামইরহাট পৌরসভাঃ ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল হোসেন ধামইরহাট ইউনিয়নঃ মোঃ ইউনুছার রহমান আগ্রাদ্বিগুনঃ মোঃ ফারুক হোসেন আলমপুরঃ মোঃ ইব্রাহীম হোসেন উমারঃ মোঃ দেলোয়ার হোসেন আড়ানগরঃ স্থগিত জাহানপুরঃ এ্যাড. বায়েজীদ হোসেন ইসবপুরঃ অধ্যাপক মোঃ আতোয়ার রহমান খেলনাঃ মোঃ মাজহারুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।