দেবাশীষ রায় :
অভিযোগ উঠেছে, চাঁদা না দেওয়ায় গুরুতরভাবে ছুরিকাঘাতে জখম করা হয়েছে শ্যামল নামক একজন যুবদল কর্মীকে। ভুক্তভোগি শ্যামল দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার দক্ষিনখানের মাটির মসজিদ এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা এস এ খোকনের নির্দেশে প্রায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আমাকে টেনে হিঁচড়ে কাজীবাড়ী এলাকায় নিয়ে যায়। শ্যামল আরও জানায়, তারা এস এ খোকন নামের নেতার অফিসে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও টাকার দাবি করে, সাথে থাকা অন্যান্যরা বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে চোখে-মুখে পা দিয়ে উপর্যুপরি লাথি মারে এবং লাঠির আঘাতে সমস্ত শরীর জখম করে। পরবর্তীতে ভুক্তভোগির পশ্চাৎদেশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে অজ্ঞানরত অবস্হায় ফেলে দেয়। ভুক্তভোগির পরিবার জানায়, এস এ খোকনের নির্দেশে এই জঘন্যতম কাজে অংশ নেয় মাদকব্যবসায়ী ফরহাদসহ প্রায় ৩০ থেকে ৪০ জন। স্হানীয়রা জানায়, দিনে দিনে এরকম ঘটনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে এলাকায়। যদি এরকম সন্ত্রাসী কার্যকলাপ প্রতিকার ও আইনি ব্যবস্হার মাধ্যমে সমাধান না করা হয়, তাহলে দলের বদনাম ও সমাজে এটার বিরুপ প্রভাব পড়বে।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের নেতা এস এ খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।