সোহাগ জোয়ার্দার :
৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়ার মাজারে ফুলেল শুভেচছা জানালেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
৭ই নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকাল ১০টার সময় তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জুলফিকার মতিন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এসময় সভাপতি খন্দকার জুলফিকার মতিন সাহেবের সাথে ছিলেন কেন্দ্রীয় কমিটির হারুন শেখ, জাহাঙ্গীর, সাদেক, ফয়েজ আহম্মেদ লিটন, আব্দুল জব্বার, আলমগীর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত ব্রিফিং এ সভাপতি খন্দকার জুলফিকার মতিন বলেন, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের দেশ ও জাতির জন্য এক ঐতিহাসিক দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং প্রবক্তা। তিনি আমাদের আদর্শ। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমাদের প্রত্যেককেই দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। পাশাপাশি অন্যায় ও দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, দেশ গঠনে আমাদের সকলককে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে চলতে হবে।