যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ৫ নভেম্বরের এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর বুধবার বিকেলে হ্যারিস আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেন এবং সমর্থকদের হতাশ না হতে অনুরোধ জানান। তবে, প্রাণান্ত চেষ্টার পরও তিনি কেন হারলেন – তা নিয়ে দলটির ভেতরেই শুরু হয়েছে বিতর্ক।
প্রায় এক মাস আগে জনপ্রিয় টক শো ‘দ্য ভিউ’-তে একটি সাক্ষাৎকারে অংশ নেন হ্যারিস। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে তিনি কী কী কাজ ভিন্নভাবে করতে পারতেন। উত্তরে হ্যারিস বলেন, কিছুই মনে পড়ছে না। তার এই বক্তব্য পরবর্তীতে রিপাবলিকানদের প্রচারণার মুখ্য হাতিয়ারে পরিণত হয়।
প্রচারাভিযানে জো বাইডেনের সমর্থন হ্যারিসের জন্য একদিকে সুবিধাজনক মনে হলেও প্রেসিডেন্টের কম জনপ্রিয়তা আদতে তার ক্ষতিই করে। বাইডেনের জনসমর্থন রেটিং চার বছরের মধ্যে সবচেয়ে কম থাকার কারণে অনেক ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্র ভুল পথে চলছে। এ পরিস্থিতিতে হ্যারিস নিজেকে আলাদাভাবে তুলে ধরতে না পারায় ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হন।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page