কার কাছে কই মনের কথা
আফরোজা আহম্মেদ:
আমি ভালোবেসেছি,
ভালোই আমাকে বাসোনি কোনওদিন
তাই গোপন অভিমানে চিরনিদ্রায় শায়িত
আমি এক জীবন্ত লাশ।
তোমাকে খুব মনে পড়বে জানি, কিন্তু আর কখনো
দেখতে চাইবোনা
আর কখনো হতে চাইবোনা তোমার স্পর্শের ফুল
রাজনীতি তুমি ভালোই বোঝো
শুধু বোঝোনা কারও মন,অন্ধকারেও জেগে ওঠা
একজোড়া চোখ
অভিমানটা খুব দানা বেঁধেছিলো বুকের বা পাশটায়
তার পরিবর্তে তুমি চাইলেই হতে পারতো ফুলের বাগান
রঙিন প্রজাপতির ওড়াউড়ি।
বুকের ডান পাশটা হতো ভালোবাসার নদী
ভালোবাসাকে খুঁজতে গিয়ে হেঁটেছি ভুল পথে
অবশেষে বুঝতে পারলাম আমিই ভালোবেসেছি
ভালোই আমাকে বাসোনি কোনওদিন
চারপাশে এতো অন্ধকারের হাতছানি চোরা পথ চোরা গলি
কার কাছে কই মনের কথা।
আফরোজা আহম্মেদ
লেখক ও আবৃত্তিকার
কালিয়াকৈর,গাজীপুর
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page