মাহফুজুর রহমান মিতার প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম ৩ আসনে ১২ জন।
তহিদুল ইসলাম রাসেল :বিশেষ প্রতিনিধি
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের জন্য ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৩০ নভেম্বর ছিলো মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ।
চট্টগ্রাম -৩ সন্দ্বীপ আসনের জন্য যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন-মাহফুজুর রহমান মিতা (আওয়ামীলীগ), ডা.জামাল উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র), নুরুল আকতার (জাসদ), এম. এ ছালাম (জাতীয় পার্টি), মুকতাদের আজাদ খান(এনপিপি), নুরুল আনোয়ার (বিএসপি), মুহাম্মদ উল্যাহ খান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আবদুর রহিম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. নিজাম উদ্দিন নাসির (জাকের পার্টি) ও আমিন রসুল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)।
এদের মধ্যে আওয়ামী লীগ, জাসদ, ছাড়া অন্যান্য দলের তেমন কোনো কার্যক্রম খুব একটা চোখে পড়ে না। তবে সন্দ্বীপে জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের কিছুটা কার্যক্রম রয়েছে বলে জানা গেছে।
নির্বাচনী মাঠে আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরও ভালো অবস্থান আছে। এবং নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ হলে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকলে শেষমেশ এ দু ' প্রার্থীর মধ্যেই মূল লড়াইটা জমে ওঠতে পারে বলে ভোটারদের ধারনা।
উল্লেখ্য, ১ থেকে ৪ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ- ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু হবে।
সন্দ্বীপে মোট ভোটার সংখ্যা- ২,৪১,৯১৪ জন। তন্মধ্যে পুরুষ- ১,২৩,৯৬৯জন, মহিলা-১,১৭,৯৪৩ জন।আর হিজড়া- ২ জন। ভোট কেন্দ্র মোট - ৮৪ টি।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page