স্বল্প সময়ের ব্যবধানে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ১০৪ থেকে ১৯৪ টাকা হওয়ার ঘটনাকে ‘অস্বাভাবিক’ তা’ ধরে তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তা খতিয়ে দেখতে বলেছে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
কোম্পানিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানি।
বিএসইসির চিঠিতে বলা হয়, ইমাম বাটনের শেয়ারের দর গত ৭ সেপ্টেম্বর ১০৪ টাকা ৪০ পয়সা ছিল, যা বেড়ে ২৬ অক্টোবর ১৯৪ টাকা ১০ পয়সা হয়। শেয়ারমূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেন এর উপর তদন্ত করে বিএসইসির সংশ্লিষ্ঠ বিভাগে জানাতে হবে।
|| প্রকাশক ও সম্পাদক : আব্দুল্লাহ আল মামুন || নির্বাহী সম্পাদক : জি.এস জয় ||
Copyright © 2024 আমার প্রাণের বাংলাদেশ. All rights reserved.You cannot copy content of this page