মোহাম্মদ জিয়াউল আহসান :
ঝালকাঠি জেলার শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন নির্বাচন তারিখ ০৪/৬/২০২৫ইংভোটার সংখ্যা=৫২১
কানুদাস কাঠি মাওলানা আব্দুর রব কামিল মাদ্রাসা উপজেলা রাজাপুর জেলা ঝালকাঠি গভর্নিং বডি কমিটি দাতা ও অভিভাবক শ্রেণীর সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন চলছে মানুষের মনে স্বস্তি জেগেছে,নির্বাচনের পরিবেশ দেখে নির্বাচন পরিবেশ দেখার জন্য বহু লোক এখানে উপস্থিত হয়ে খুশি প্রিজাইডিং দায়িত্ব পালন করেন জনাব মোঃ মোস্তফা আলম উপজেলা শিক্ষা অফিসার ও জনাব মোঃ আব্দুর রাজ্জাক অধ্যক্ষ, কানুদাস কাঠী মাওলানা আব্দুর রব কামিল মাদরাসা, আইন শৃংখলার জন্য জনাব মোঃ ফারুক ফকির অফিসার সহ ০৬ জন পুলিশ নিরাপত্তার কাজে সুন্দর ভাবে দায়িত্বে আছেন।
দাতা: ভোটার ০২
➤দাতা প্রার্থী: ০২ জন
০১।জনাব মো:আকরাম হোসেন
০২।আলহাজ্ব মোহাম্মদ হারেজ উদ্দিন হাও:
➤জুনিয়র অভিভাবক পদ সংখ্যা ০১টি
➤জুনিয়র অভিভাবক প্রার্থী সংখ্যা ০২জন
০÷১।জনাব মোঃ আবিদুল ইসলাম আরজু (মার্কা=মাছ)
১।সামসুল হক (সোহাগ)(মার্কা=ছাতা)
➤সিনিয়র অভিভাবক পদ সংখ্যা ০১টি
➤সিনিয়র অভিভাবক পদ প্রার্থী ০২জন।
০১।মো: হুমায়ুন সিকদার (মার্কা=কলশ)
০২।মো: হাচান হাওলাদার (মার্কা=বই)