ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করে লাখ , লাখ টাকা হাতিয়ে নিচ্চে প্রতারক, মোসাঃ শাহিদা আক্তার ও তার স্বামী শুক্কুর আলী

প্রতিবেদন: রাকিবুল হায়দার জিসান চৌধুরী
জুন ৪, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ । ১৪১ জন
Link Copied!

প্রতিবেদন: রাকিবুল হায়দার জিসান চৌধুরী

মোঃ ওমায়ের আহমেদ, পিতা, শাহা আলম, মাতা, জরিনা খাতুন, ওমায়ের আহমেদের স্থায়ী ঠিকানা, গ্রাম, হোসেনপুর, থানা, ফুলছড়ি, জেলা গাইবান্ধা, বর্তমানে সে ভাড়া থাকে, গ্রাম- ভোগড়া,১৫ নং ওয়ার্ড, থানা- বাসন, জেলা- গাজীপুর, বাড়ির মালিকের নাম মোঃ নুর আলম উনার বাড়িতে সে ভাড়া থাকে প্রতারক মোসাঃশাহিদা খাতুন, তার বয়স (৪২) শাহিদার স্বামীর নাম মোঃ শুকুর আলী, তার বয়স (৪৮) তাদের গ্রামের বাড়ির ঠিকানা, সাং অজ্ঞাত। থানা, জেলা, বরিশাল, এপি/সাং, আধেপাশা নাভানা মোড়, তারকাটা কারখানার পাশে তারা বর্তমানে ভাড়া থাকে, মোসাঃশাহিদা, ও তার স্বামী শুকুর আলী, জাল জালিয়াতি, প্রতারক ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের সাথে সম্পৃক্ত, অন্যদিকে ওমায়ের আহমেদ সহজ সরল শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি, তার সহজ সরলতার সুযোগ পেয়ে, তাকে প্রেমের ফাঁদে ফেলে, জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে, ওমায়ের আহমেদকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে থাকে, এরই ধারাবাহিকতায়। মোছাঃ শাহিদা খাতুন, ওমায়ের আহমেদের কাছে ব্ল্যাকমেইলিংয়ের লাখ লাখ টাকা অর্থ দাবি করতে থাকে, তখন ওমায়ের আহমেদ মান সম্মান ও সামাজিকতার ভয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের অর্থ প্রধানে বাধ্য হয়, কিন্তু, মোছাঃ শাহিদা খাতুন , তার অত্যাধিক চাহিদা পূরণ করা ওমায়ের আহমেদের পক্ষে সম্ভব হয় না, এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সন্ত্রাসী ও গুন্ডা ভাড়া করে ওমায়ের আহমেদ কে হুমকি সহ এবং ওমায়ের আহমেদের স্ত্রীর তিন মাসের বাচ্চা সহ প্রাণনাশ ও মেরে গুম করে ফেলার হুমকি দিতে থাকে, তারপর ওমায়ের আহমেদ কোন উপায় খুঁজে না পেয়ে, সে নিজেকে ও তার পরিবারকে নিরাপদে রাখার জন্য বাসন থানায় হাজির হইয়া একটি অভিযোগ দায়ের করিলে, মোছাঃ শাহিদা আক্তার, ও তার স্বামী শুক্কুর আলী, ও কিছু সন্ত্রাসী গুন্ডা ভাড়া করে, ওমায়ের আহমেদ,ও তার স্ত্রীর তিন মাসের বাচ্চাকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়, এবং ওমায়ের আহমেদের স্ত্রীকে গুরুতর আঘাত করে নীলা ফোলা মারাত্মক জখম করে, তারপর ওমায়ের আহমেদ তার স্ত্রীকে নিয়ে সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, সেখান থেকে ডাক্তার দেখিয়ে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে বাসন থানায়, পুলিশ কেইস ও মেডিকেল সার্টিফিকেট প্রদান করে, এমতাবস্থায় ওমায়ের আহমেদ তার পরিবার পরিজন সহ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এবং তাকে মিথ্যা মামলার হুমকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে তাকে নিঃস্ব করে দিবে বলে এ ধরনের হুমকি দিয়ে যায় এই ব্যাপারে ওমায়ের আহমেদ, তার আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে, ও আইনজীবীর পরামর্শ মোতাবেক দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ করতে সাংবাদিক অফিসে অভিযোগ দায়ের করে। তখন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো চীফ , রাকিবুল হায়দার জিসান চৌধুরী, সত্যতা যাচাই করতে গেলে, ওই প্রতারক চক্র সন্ত্রাসীরা, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো চিফ রাকিবুল হায়দার জিসান চৌধুরীর উপর হামলা এবং তথ্য সংগ্রহ করার সরঞ্জাম ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে, তখন তিনি তাৎক্ষণিক বাসন থানার ওসি মোঃ শাহিন খান কে ফোন করে বিষয়টা অবগত করে , এবং সহযোগিতা চায়, তখন ওসি মোঃ শাহিন খান, ডিউটিরত এ এসআই মোঃ আল আমিন কে ঘটনাস্থলে পাঠায়, এবং এ এসআই আলামিন ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই সন্ত্রাসীরা এখান থেকে রাকিবুল হায়দার জিসান চৌধুরীকে হুমকি দিয়ে, এবং মিথ্যা মামলার ভয় ভীতি দেখিয়ে পালিয়ে যায়, মোছাঃ শাহিদা আক্তার এবং তার বোন, ভগ্নিপতি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো চিফ রাকিবুল হায়দার জিসান চৌধুরীকে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি ও দিয়ে যায় , ভুক্তভোগী ওমায়ের আহমেদ কে বিভিন্ন ধরনের জাল জালিয়াতি ও প্রেমের ফাঁদে ফেলা এই প্রতারকদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

 

You cannot copy content of this page