ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২০
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজায় হামলার মূল্য ইসরায়েলকে দিতে হবে: হামাস

news
আগস্ট ২২, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ । ৯২ জন
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার মূল্য অবশ্যই তাদেরকে পরিশোধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

গত কয়েক সপ্তাহ ধরে ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর স্থল এবং আকাশপথে লাগাতার হামলা চালানোর পর হামাস এই হুঁশিয়ারি দিল। খবর পার্সটুডের।

শুক্রবার এক বিবৃতিতে হামাস বলেছে, ‘তেলআবিব যেভাবে অবরুদ্ধ গাজার ওপর হামলা চালাচ্ছে এবং অবরোধ আরোপের মাধ্যমে এখানকার জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে; পাশাপাশি হামাসের স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে তার দায়ভার তাদেরকে বহন করতে হবে এবং এর মূল্য দিতে হবে।

গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলের সেনারা গাজার ওপর জঙ্গিবিমান ও কামানোর সাহায্যে দফায় দাফায় হামলা চালাচ্ছে। ইসরায়েল দাবি করছে যে, গাজা থেকে আগুনে বেলুন হামলার জবাবে ইসরায়েলি সেনারা বিমান ও কামান হামলা চালাচ্ছে।

You cannot copy content of this page