ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২০
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সকল গুনাহ থেকে ক্ষমা চাওয়ার দোয়া

news
আগস্ট ১১, ২০২০ ৬:৪৭ পূর্বাহ্ণ । ১২৪ জন
Link Copied!

অনলাইন ডেস্ক : উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি খতিআতি, ওয়া জাহলি, ওয়া ইসরাফি ফি আমরি, ওয়া মা আংতা আ’লামু বিহি মিন্নি, আল্লাহুম্মাগফিরলি হাযলি, ওয়া জিদ্দি, ওয়া খতায়া, ওয়া আমাদি, ওয়া কুল্লু জালিকা ইংদি।’

অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটিজনিত গুনাহ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার হাসি-ঠাট্টামূলক গুনাহ, আমার প্রকৃত গুনাহ, আমার অনিচ্ছাকৃত গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, এসব গুনাহ যা আমার মধ্যে আছে।

সূত্র : আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) দোয়া করতেন, হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটিজনিত গুনাহ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার হাসি-ঠাট্টামূলক গুনাহ, আমার প্রকৃত গুনাহ, আমার অনিচ্ছাকৃত গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, এসব গুনাহ যা আমার মধ্যে আছে।

(বুখারি, হাদিস : ৬৩৯৯)

You cannot copy content of this page