ঢাকাSunday , 8 December 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মদ খেয়ে বিএনপি ও যুবদল নেতারা বারের কর্মচারীদের মারধর ও ভাঙচুর

বরিশাল প্রতিনিধি :
December 8, 2024 3:21 pm । ৭০ জন
Link Copied!

বরিশাল প্রতিনিধি :

মদ খাওয়ার টাকা চাওয়ায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বারের ৩ কর্মচারীকে মারধরসহ বার ভাঙচুরের অভিযোগ উঠেছে ৪ বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে ‘হ্যান্ডি কড়াই বার’-এ এই ঘটনায় পর পালিয়ে বেড়াচ্ছেন কর্মচারীরা।

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজি, কুয়াকাটার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হাসান ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিরাজ হাওলাদার। আহতরা হলেন, কর্মচারী ইউসুফ, বাবু ও নূর আলম।

আহত কর্মচারী ইউসুফ বলেন, মদ খেয়ে টাকা না দিয়ে তারা চলে যাচ্ছিলেন। এসময় আমাদের একজন কর্মচারী মদের টাকা চাইলে বিএনপি নেতা পরিচয় দিয়ে মারধর করে। এসময় তারা বারের বিভিন্ন চেয়ার-টেবিল ও গ্লাস ভাঙচুর করে। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানালে তারা ওই ৪ জনকে আটকে রাখতে বলেন।

পরে তাদের বারে আটকে রেখে স্থানীয় বিএনপি নেতাসহ পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। এরপর তারা বারে এসে টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান। এই ঘটনার পর থেকে কর্মচারীরা পালিয়ে বেড়ানোর কারণে বার বন্ধ রয়েছে বলে জানান তিনি।

একাধিক বিএনপি নেতাকর্মী বলেন, তাদের এসব কর্মকান্ডে দলের বদনাম হচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সম্প্রতি দখল-বাণিজ্যেরও অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

এবিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতি মিয়া প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

You cannot copy content of this page