ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মামলার ভয় দেখিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি

রফিকুল ইসলাম খান :
নভেম্বর ২২, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ । ৭০ জন
Link Copied!

রফিকুল ইসলাম খান :

পিরোজপুরের ইন্দুরকানীতে মামলার ভয় দেখিয়ে আ:জলিল খান নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। দেওয়া ইন্দুরকানীর একটি মিথ্যা মামলায় আমাকে এজাহার ভুক্ত আসামি করেন।

বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মোতালেব হাওলাদার বলেন, আমি চাকরির সুবাদে মংলায় বসবাস করি। কিন্তু আ: জলিল খান বাদী হয়ে ইন্দুরকানী থানায় ২৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আমাকে আঠারো নম্বর আসামি করা হয়। আমার এক আত্মীয়র মাধ্যমে আ: জলিল খান মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য টাকা চায়।

তথ্য দর্পণ পত্রিকার সম্পাদক সফিউল ইসলাম পিরোজপুরের একটি দৈনিক পত্রিকার স্টাফ মিঠু জানান, আ: জলিল খান পত্রিকার স্টাপ রিপোর্টার ছিলেন। তার বাড়ি ইন্দুরকানী রিপোর্টার ছিলেন। পত্রিকার পরিচয় দিয়ে উপজেলার চন্ডিপুর এলাকায়। চাঁদা বাজির চাঁদাবাজি ও মামলার ভয় দিখিয়ে চাঁদা অভিযোগে মে মাসের এক তারিখে পত্রিকার কতৃপক্ষ তাকে অব্যাহতি দিয়েছেন।

গত ২৫ অক্টোবর চাঁদা না পেয়ে আ: জলিল খান বাদী হয়ে ইন্দুরকানী থানায় ২৮ জনের বিরুদ্ধে মামালা দায়ের করেন। পিরোজপুর সদর উপজেলার জেলা পরিষদের সদস্য মো:নাসির হাওলাদার জানান, মামলার আগে সাংবাদিক আ: জলিল খান ফোন দিয়ে আমার কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে মামলার হুমকি দেয়। ১৭ বছর আমরা না খায়ে আছি, এখন চাঁদ দিতে হবে বলে জানান আ: জলিল খান। পরে টাকা না আদায়ের অভিযোগে তার পরিচয় পত্র বাতিল করা হয়েছে।

এ বিষয় আ: জলিল খান তার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেনি।

উল্লেখ্য, গত মাসের ২৫ অক্টোবর আ:জলিল খান বাদী হয়ে ইন্দুরকানী থানায় সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে নামীয় ২৮ জন ও অজ্ঞাতনামা বিরুদ্ধে একটি ১০-১৫ জনের মামলা দায়ের করেন।

You cannot copy content of this page