ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

মুহাম্মাদ রমজান মাহমুদ-মানিকগঞ্জ :
নভেম্বর ২২, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ । ২৪ জন
Link Copied!

মুহাম্মাদ রমজান মাহমুদ-মানিকগঞ্জ :

সংবাদ প্রকাশের জের ধরে মানিকগঞ্জে সুজন মোল্লা (৩৬) নামে এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সুজন মোল্লা গ্লোবাল টেলিভিশন, আজকের পত্রিকা, সময়ের কাগজ ও খোলা কাগজ পত্রিকায় কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করছেন। এবিষয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সিঙ্গাইর থানায় হুমকিদাতা এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ গংদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক সুজন মোল্লা ও জিডি সূত্রে জানাগেছে, সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়াড়া গ্রামের এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ ও একই এলাকার মজিরন নেছার সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। জমিটি নিয়ে আদালতে মামলা চলছে ও আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ জমিটি দখলের চেষ্টা করেন।

গত ২০ নভেম্বর জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকায় “সিঙ্গাইরে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা” ও ২১ নভেম্বর দৈনিক খোলা কাগজ পত্রিকায় “সিঙ্গাইরে বিরোধপূর্ণ জমি দখলচেষ্টা” শিরোনামে সংবাদ করেন সাংবাদিক সুজন মোল্লা। এছাড়া জমি দখলের সংবাদটি উল্লেখিত পত্রিকা ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এদিকে সংবাদ প্রকাশের জের ধরে গত ২১ নভেম্বর সকালে সাংবাদিকের বাড়ির গেটের সামনে এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ, তার স্ত্রী সকিনা বেগম,ভারাটে সন্ত্রাস জয়নাল ওরফে জনা ও লিটনসহ অজ্ঞাত কয়েকজন সাংবাদিককে গালিগালাজ করতে থাকেন। সাংবাদিক সুজন মোল্লা গেটের সামনে আসলে তাকে খুন করে লাশগুম করে ফেলার হুমকি দেয়।

পরে গত ২১ নভেম্বর রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সুজন মোল্লা সিঙ্গাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, হত্যার হুমকির বিষয়ে একটি জিডি পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You cannot copy content of this page