ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় শহীদ মুনসুর স্মৃতি সংসদ টুর্নামেন্টে সান স্পোর্টিং ক্লাব বিজয়ী

ফ.ম.আইয়ুব আলী-রূপসা :
নভেম্বর ২২, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ । ২১ জন
Link Copied!

ফ.ম.আইয়ুব আলী-রূপসা :

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও শিয়ালি-চাঁদপুর সিএস মিলন একাদশ।

ট্রাইবেকারে নৈহাটী সান স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে শিয়ালি-চাঁদপুর সিএস মিলন একাদশকে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।

খেলায় আকর্ষণীয় ছিলো নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের হাছান,আবদুল্লাহ এবং ক্যাসি তিনজন ভিনদেশী খেলোয়াড়।রেফারী হিসাবে খেলা পরিচালনা করেন মিরাজ সরদার,আকিব জাবেদ,শেখ তানভীর হোসেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজীত দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজমীর। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় অতিথি হিসাবে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার বিতরন করেন করেন ব্যবসায়ী সোহাগ শেখ। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ,রূপসা উপজেলা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান,খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী,খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল,আলতাফ হোসেন টিপু, আঃ মালেক শেখ,কবির শেখ,মহিউদ্দীন মিন্টু,আঃ রহমান,এসআই খন্দকার ইমরান হোসেন,ফুটবল কোচ মুস্তাকুজ্জামান,প্যানেল চেয়ারম্যান শেখ মাসুম,যুবদল নেতা মুশফিকুর রহমান রিপন,দেলোয়ার হোসেন,ক্রীড়া সংগঠক মনির ঢালী,সাইফুল ইসলাম,সৈয়দ মাহমুদ আলী,বাশির আহম্মেদ লালু,সাইফুল পাইক,মেঝবা উদ্দীন সেলিম,রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, সাংবাদিক ফ.ম.আইয়ুব আলী, মো: বেনজির হোসাইন,আলী আকবর,আঃ কাদের,সাজ্জাদ হোসেন,সাধন দে,মেহেদী হাসান, প্রশান্ত দে,আবুল কালাম,বিল্লাল শেখ, শাহাজাদা আলমগীর, ইসরাইল বাবু,রনি লস্কর,মনির শেখ, জিএম হিরোক,ইরান শেখ প্রমূখ। আগামীকাল শুক্রবার বিকালে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ও বটিয়াঘাটা তরুন সংঘ।

You cannot copy content of this page