গোলাম সারোয়ার :
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় নবাগত ইউএনও তামান্না তাসনীম ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। তিনি শত ব্যস্ততার মধ্যেও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের সাথে কথা বলেন। কাপাসিয়া উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন উপস্থিত ছিলেন।
এ সময় প্রাণের বাংলাদেশ পত্রিকা টিমের সাথে উপস্থিত ছিলেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কান্ট্রি এডিটর গোলাম সারোয়ার, সাংবাদিক সাইদুর রহমান রনি রুবেল হোসেন সহ আরো অনেকে।
তামান্না তাসনিম কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে ফরিদপুর জেলার সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সাথে সরকারি দায়িত্ব পালন করে করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তামান্না তাস্নীমকে (১৭৯৯৫) পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কালাম মো: লুৎফর রহমানকে (১৭৮৮৬) ফরিদপুর সদর উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
ইউএনও তামান্না তাসনীম দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি বিধি মেনে জনকল্যাণই আমার একমাত্র প্রত্যয়। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।